Welcome to Spring LPG
The reliable place for your authentic Sequential Injection LPG Conversion. Our aim is to provide you the most suitable LPG fuel system for your car at a reasonable competitive price.
“Customer brings customer and our vision is to create satisfied customers with our Product, Service & Commitment.” Running your engine on LPG is beneficial to your car while cutting down the fuel cost to almost half! LPG is a cleaner burning fuel than octane, so engine life is actually extended. Engine oil and spark plugs need changing less often when running on LPG, so overall maintenance costs will be reduced.

Sequential Injection Gas System
সিকুয়েন্সিয়াল ইনজেকশন এলপিজি কনভার্সন আপনার প্রায় ৪০-৪৫% জ্বালানী খরচ কমাবে ইঞ্জিনের কোন ক্ষতি না করেই! এলপিজিতে রুপান্তরের সবচেয়ে আধুনিক পদ্ধতি হলো এই সিকুয়েন্সিয়াল ইনজেকশন সিস্টেম।!
- কম্পিউটার সফটওয়্যার দিয়ে গ্যাস টিউনিং করা হয়। একবার করে দিলে আর টিউনিং দরকার পরেনা, তাই টিউনিং করার জন্য ঘন ঘন ওয়ার্কসপে যেতে হবেনা।
- ইঞ্জিনের প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণ গ্যাস সাপ্লাই দেয়, তাই গ্যাসের অপচয় হয়না।
- সম্পূর্ণ অটো সিস্টেম, তেলে ইঞ্জিন স্টার্ট হয়ে নিজে নিজে গ্যাসে চলে যাবে। গ্যাস শেষ হয়ে গেলে কখনো ইঞ্জিন স্টার্ট বন্ধ হবেনা, সিগন্যাল দিয়ে তেলে চলে যাবে।
- এই পদ্ধতিতে গ্যাস করার জন্য কোন ইঞ্জিন চেক লাইট জলবেনা। ECO মোড কাজ করবে।
- কনভার্সন করার জন্য এসি দিলে কোন কাপাকাপি অথবা মিস ফায়ার করবেনা।
- গাড়ির পিকাপ একদম তেলের মতো, গাড়ি কখনোই ভার- ভার মনে হবেনা। এলপিজি করার কারনে কোন রকম পাওয়ার লস হবেনা।
- সবচেয়ে আধুনিক যেমন হাইব্রিড ও টারবো ইঞ্জিনেও কনভার্সন করা যায়।
“Our Proven Strength”
Trained Team for LPG Conversion
Best Tuning and Calibration
Manufacturer Authorized
Unparalleled Aftersales
Genuine Products